
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় একাধিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ি সদর ইউনিয়ন শাখার সহযোগিতায় কুঠির চন্দ্রখানা ৫ নম্বর ওয়ার্ড, দাশিয়ার ছড়া এবং ৬ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল গুলোতে স্থানীয়,যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক, দল তাঁতি দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণ বিশেষ করে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আছমা ইসলাম লাভলী। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের সভাপতি হালিমা বেগম, ফুলবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি অনি বেগমসহ মহিলা দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন ও ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ মরহুম নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।