মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা| ১৫ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে দোয়া ও কুশল বিনিময় করেছেন ইঞ্জিনিয়ার মো. ওয়ায়েস কারনী। তিনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর বড় ছেলে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের হাসপাতাল মোড় থেকে যাত্রা শুরু করে তিনি ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চর ও রাউলিয়ার চরে পৌঁছান। সেখানে তিনি চরাঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চরাঞ্চলের অসংখ্য নারী-পুরুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দোয়া ও কুশল বিনিময়কালে ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী বিশেষভাবে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তার পিতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষ থেকে চরাঞ্চলের মানুষের কাছে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাদের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এ সময় ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী বলেন,
“চরাঞ্চলের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।”
এই কর্মসূচিতে ঘোগাদহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় দোয়া ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।