মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর নির্বাচনী প্রচারণায় আনলেন নতুনত্ব। তিনি ব্যবহার করছেন এমন লিফলেট, যা মাটিতে ফেলে দিলে সাধারণ কাগজের মতো থাকলেও পানির সংস্পর্শে এলে গাছ জন্মাবে।
প্রার্থী বলেন, “এই লিফলেটের মাধ্যমে আমরা শুধু ভোটারদের কাছে আমাদের বার্তা পৌঁছাচ্ছি না, পাশাপাশি পরিবেশ সচেতনতা ও টেকসই চেতনা তৈরিতেও অবদান রাখতে চাই।”
আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সৃজনশীল প্রচারণা ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর পাশাপাশি প্রার্থীর জন্যও মানুষের মনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে।
নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, কায়কোবাদ-এর এই উদ্যোগ অন্যান্য প্রার্থীদের জন্যও উদাহরণ হিসেবে কাজ করতে পারে।
Leave a Reply