
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ১৩ জানুয়ারি ২০২৬
স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ। তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম নির্বাচন প্রক্রিয়াকে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে “স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নির্বাচনকালীন সময়ের চ্যালেঞ্জ, করণীয় এবং গণমাধ্যমের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার পাশাপাশি জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম সেনা কমান্ডের প্রতিনিধি, বিজিবি কর্মকর্তা, জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনকে সফল করার আহ্বান জানান। উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
Leave a Reply