
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুর্বৃত্তের দেওয়া ক্ষতিকর কীটনাশকে এক অসহায় কৃষকের এক একর জমির ভুট্টা ক্ষেত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। হঠাৎ এমন ঘটনায় পরিবার নিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই ভুট্টা ক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করে। পরদিন সকালে জমিতে গিয়ে কৃষক দেখতে পান, পুরো ক্ষেতের ভুট্টা গাছ ঝলসে গেছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই গাছগুলো মরে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “ভুট্টা চাষের জন্য এনজিও ও পরিচিতজনদের কাছ থেকে ধার করে টাকা নিয়েছিলাম। ফসল বিক্রি করে সেই টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।”
তিনি আরও জানান, এই ভুট্টা ক্ষেতই ছিল তার পরিবারের একমাত্র আয়ের ভরসা। ফসল নষ্ট হওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় কৃষকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, পরিকল্পিতভাবে কৃষকের ফসল নষ্ট করা একটি জঘন্য অপরাধ। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি কৃষকদের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর নজরদারি ও সহযোগিতা কামনা করেছেন স্থানীয় কৃষক সমাজ।
Leave a Reply