
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ফুলবাড়ী থানাধীন ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকায় অভিযান চালিয়ে শাহিন আলম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহিনের নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩২ কেজি গাঁজা। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply