
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)
জামালপুরে বন্যার আগাম সতর্কবার্তা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এম আই এম) ও প্রভাতী প্রকল্প – ডিডিএম কম্পোনেন্টের প্রকল্প সমন্বয়ক জনাব নিতাই চন্দ্র দে সরকার।
জামালপুর ও কুড়িগ্রাম জেলার স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি-বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জামালপুরের উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের আওতায় ইফাদ ও রাইমসের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এই কর্মশালার আয়োজন করে।
এতে জামালপুর জেলার মেলান্দ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও বকশিগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারীর (ইউডিসি) উদ্যাক্তারা অংশ নেন।
দুর্যোগের মৌলিক বিষয়াবলির উপর বক্তব্য দেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের উপ-প্রকল্প সমন্বয়ক ও দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ হাফিজুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাতী প্রকল্প-জি আই এস স্পেশালিষ্ট আসিফ মাহমুদ অনিক।
কর্মশালায় বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানোর কৌশল এবং বন্যাপূর্ব ও বন্যাকালীন সময়ে প্রস্তুতির বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।
Leave a Reply