
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পৌরশহরের পেট্রলপাম্প সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য ওবায়দুল হক বলেন, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ জনগনের আশার প্রতিফলন হয়নি। ১৭ বছরের পরীক্ষিত নির্যাতিত কারাবন্দি আব্দুল খালেকের নাম বিএনপির মহাসচিব ঘোষনা করেন নাই। । আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের ২বার ভারপ্রাপ্ত সভাপতি , যুবদলের সহসভাপতি ও বর্তমানে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আন্দোলন করতে গিয়ে ২০২২ সালে আ’লীগ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪৫ দিন ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনের পুরো সময় আব্দুল খালেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুসারে রংপুর বিভাগে কাজ করেছেন। আব্দুল খালেক দীর্ঘ রাজনৈতিক জীবনে ১ সেকেন্ডের জন্য দলের সিদ্ধান্তের বাইরে যাননি।
। আমরা আশা করি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উলিপুর আসনের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। সংবাদ সম্মেলনে আব্দুল খালেকের অনুসারী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বলেন, যারা প্রার্থীর পরিবর্তন চায় তারা বিএনপি’র কেউ না, তারা ষড়যন্ত্রকারী। অন্যান্য দলের প্রার্থীদের সুবিধা করে দিতেই তারা এ ধরনের কাজ করছেন। উলিপুরের সর্বস্তরের মানুষের দাবী ছিল তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষনা করা। দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষনা করায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপি’র নেতা-কর্মী ও কুড়িগ্রাম-৩ আসনের এলাকাবাসী কৃতজ্ঞ।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামন্ডলীর সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষনা করা হয়।
Leave a Reply