
এম এ হাশেম, সন্দ্বীপ
বাংলাদেশ স্কাউটস,প্রোগ্রাম বিভাগের ব্যবস্হাপনায় সন্দ্বীপ উপজেলার উদ্যোগে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্টিত হয়েছে।
২৩ জুন (সোমবার)দেশের ৫২৭টি উপজেলায় একযোগে আয়োজিত “কাব কার্নিভাল ২০২৫”-ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।এর অংশ হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়
সকাল ১০টায় থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কার্নিভালের উদ্ভোধন অনুষ্ঠানে স্বাগত ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলা স্কাউটস এর সহ-সভাপতি এস এম আবুল কালাম আজাদ।
এবারের কাব কার্নিভালে সন্দ্বীপ উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৮০ জন কাব স্কাউট শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা স্কাউট কমিশনার এ কে ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক এবং চট্টগ্রাম জেলা স্কাউটস-এর সহ-সভাপতি আবুল কালাম আজাদ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্কাউটস-এর যুগ্ম সম্পাদক মোয়াহেদুল মাওলা এবং উপজেলা কাব লিডার এ এন এম জহিরুল ইসলাম।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ ইসমাইল, উপজেলা স্কাউটস লিডার সাইফুল ইসলাম। গ্রুপ সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আবুল হাশেম, সহ লিডার ট্রেনার মো: মোকাব্বেরুল ইসলাম, অডিটর মোহাম্মদ ছানা উল্লাসহ অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয় থেকে আগত ৩০ জন কাব শিক্ষক।দিনব্যাপী এ আয়োজনে কাব স্কাউটদের জন্য বিভিন্ন ধরণের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়,কাব কার্নিভাল আনন্দদায়ক ও শিক্ষামূলক করতে কাবদের জন্য খেলাধুলা ছিলো-বালতিতে বল ছোড়া, তীর নিক্ষেপ,মাছ শিকার,টার্গেট হিট, রিং খেলার প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষনীয় অভিনয়, শিশুদের নেতৃত্বগুণ, দলবদ্ধ কাজ,আইন নৃত্য, গান, কবিতা আবৃত্তি, এবং দেশপ্রেমের চেতনাই ছিল স্পষ্ট।
“কাব কার্নিভাল ২০২৫” সন্দ্বীপের কাব শিশুদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জাগিয়েছে, যা আগামী দিনে একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কার্নিভাল আয়োজকগন। অনুষ্ঠান শেষ পর্বে কাব স্কাউটসদের মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী এ কাব কার্নিভালের সমাপ্তী ঘটে।
Leave a Reply