
সন্দ্বীপে আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন, সোনালী ব্যাংকের জি এম, জেলা স্কাউট এর সহ সভাপতি ও বর্তমানে সন্দ্বীপ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্রগ্রাম কর্তৃক নির্বাচিত আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন,জেলা শিক্ষা অফিস কর্তৃক অনুমোদিত শিক্ষক প্রতিনিধি সেলিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিস কর্তৃক অনুমোদিত
অভিভাবক প্রতিনিধি মোঃ হুমায়ুন সওদাগর।
এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিদারুল আলম কমিটির সদস্য সচিবের দায়িক্ত পালন করবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্রগ্রাম বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম এর স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।
স্থানীয় অভিভাবক কে এম আশ্রাফ উল্লাহ নওশা বলেন,
ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবুল কালাম আজাদ একজন শিক্ষিত ও সমাজ সেবক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আনন্দিত।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সৈয়দ মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়টি সন্দ্বীপ উপজেলার বাউরিয়া’র একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমাদের প্রয়োজন। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এর পুর্বের ম্যানেজিং কমিটির সভাপতি ও সকল সদস্যবৃন্দ এবং যেসকল গুণিজন এ বিদ্যালয় পরিচালনা করেছেন এবং অর্থ দিয়ে সহযোগিতা সহ পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আশা করি সকলের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply